সাম্প্রতিক খবর

সাভারে সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মে) সাভারের রাজাসন এলাকায় সংগঠনটির প্রধান কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

রাজনীতিবিদ, আলেম-ওলামা, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের সম্মানে এ ইফতার মাহফিলে অংশ নেন বিশিষ্টজনেরা।

সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোঃ জে এইচ রানা ও সাধারণ সম্পাদক ইঞ্জি: অনিকুল ইসলাম শাওন এর আমন্ত্রণে সাভার মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ আল আমিন তালুকদার, সাভার ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন, এ টি এন বাংলার সিনিয়র সাংবাদিক শেখ আবুল বাশার, এডভোকেট মোঃ আলমগীর বাদশা,এডভোকেট মারুফ বিল্লাহ, ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাভার মডেল থানার উপ -পরিদর্শক সৈকত আলী সহ সংগঠনের সদস্যরা স্বাস্থ্য বিধি মেনে এ ইফতার মাহফিলে অংশ নেয়।

ইফতারের আগে জয়নাল আবেদীনের পরিচালনায় মহামারিমুক্ত পৃথিবী এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।